
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর ইউনিয়নের পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আবু ফারহান রাজু সফলতার সাথে তৃতীয় শ্রেণি হতে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সে তার শ্রেণির প্রথম স্থান অধিকার সহ ৬৫০ নম্বরের পরীক্ষায় ৬২৭ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ফাস্ট পুরস্কার অর্জন করেন।
সে রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের মোঃ আশরাফুল আলম (মৃত) ও রওশানার খাতুনের ছোট ছেলে। সে বড় হয়ে দেশের মাটির গর্বিত সন্তান সেনাবাহিনীর প্রধান হতে চায়।
সফলতার ধারা অব্যাহত রাখাসহ দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি সে সকলের কাছে দোয়া প্রার্থী।