
পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ভাষা সৈনিক সালাম,বরকত,জব্বর ,রফিক সম্মননা পুরস্কার পেয়েছেন পাটকেলঘাটার ৩নং সরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সফল ইউপি সদস্য আলহাজ্ব মোঃ নাজিমউদ্দীন সানা ।
শনিবার ঢাকার নাহার প্লাজায় এ উপলক্ষ্যে বিকাল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গোলাম রব্বানী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি এ্যাড.হোসনেয়ারা লুৎফা ডালিয়া এম,পি, প্রধান আলোচক
ছিলেন মোঃ মশিয়ার বরহমান যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রনালয় , সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান,বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী আজগর । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচিত হয়ে একজন সফল সমাজসেবক
হিসাবে আজকের এই সম্মননা আপনি পেয়েছেন। আগামীতে সমাজে আরও অনেক উন্নয়ন মুলক কাজ করে সমাজ বির্নিমানে অবদান রাখবেন এটা আমাদের কাম্য। অনুষ্ঠান শেষে সমাজ সেবক হিসাবে প্রধান অতিথি নাজিম উদ্দীন সানাকে ক্রেস্ট ও সম্মননা পুরস্কার প্রদান করেন।