
স্টাফ রিপোর্টার :
সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন পলাশ কুমার দাশ, বিশ্বজিৎ ঘোষ, আশীষ কুমার মন্ডল, চম্পা মল্লিক, সেলিনা পারভিন প্রমুখ।
বক্তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এ উন্নীত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে।