
অনলাইন ডেস্ক ::
প্যাকেজ ঘোষণায় নতুন নজির তৈরি করল বেসরকারি হজ এজেন্সিগুলো। চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের তুলনায় এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেশি। তবে সরকারিভাবে ঘোষিত খরচের চেয়ে এবার কম খরচে হজ প্যাকেজ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
সাধারণত সরকার ঘোষিত হজ প্যাকেজ থেকে বেসরকারি হজ প্যাকেজের দাম সামান্য হলেও বেশি থাকে। কিন্তু এবারই সেটার ব্যতিক্রম হল।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।