
সোহরাব হোসেন সবুজ, নলতা ::
আবারও সরগরম হয়ে উঠেছে কালিগঞ্জের ৬নং নলতা ইউনিয়ন পরিষদ। প্রাণ ফিরে পেয়েছে পরিষদের কার্যক্রমের এবং জনসাধারণের মধ্যে।
স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আজিজুর রহমান চেয়ারম্যান হয়ে দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনের দৃষ্টিতে তার কার্যক্রম ছিল দুর্নীতি মুক্ত এবং উন্নয়ন মুখী। এভাবে প্রায় বছর দুয়েক যেতে না যেতেই তিনি চলে যান এলাকার বাইরে। পরিষদের কর্তা হিসাবে তাকে দেখা না পেয়ে জনসাধারণকে পোহাতে হয় দুর্ভোগ। তিনি দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। অনেকের ধারনা, তিনি রাজনৈতিক চাপে পরিষদে ঠিকমত বসতে পারেননি। ইউপি সদস্য পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে থাকেন। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে গত দুইদিন আগে এলাকায় ফিরে এসে পরিষদের কাজে যোগ দিয়েছেন চেয়ারম্যান আজিজুর রহমান। তবে, তিনি তার বিভিন্ন ব্যবসায়ীক কাজে এবং প্রতিকূল পরিবেশের জন্য বাইরে অবস্থান করছিলেন বলেও সূত্রে জানা যায়। যে কারণে দীর্ঘ প্রায় ৮-১০ মাসের মত তিনি ঠিক মত কাজ না করতে পারায় নলতা ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিঘিœত হয়েছে। চেয়ারম্যানের সাথে দেখা করতে না পেরে অনেকে পরিষদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
একাধিক সূত্রে জানা যায়, সাতক্ষীরার উন্নয়নের রূপকার, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি মহোদয়ের পাশে থেকে তার আন্তরিকতা ও সহযোগিতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে আত্মনিয়োগ করে ইউপি চেয়ারম্যান কাজ করে যাবেন বলে জানা গেছে। এতে করে আবারও সরগরম হয়ে উঠেছে নলতা ইউনিয়ন পরিষদ ও প্রাণ পেয়েছে পরিষদের কার্যক্রমের। চেয়ারম্যান যোগদানের পর পরিষদে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।