সরিয়ে দেওয়া হলো বিমান সচিবকে


362 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সরিয়ে দেওয়া হলো বিমান সচিবকে
মার্চ ১৪, ২০১৬ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য গোলাম ফারুক।

প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এ রদবদল করে।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করতে পারার অভিযোগে বিমান সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে সশ্লিষ্ট  বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

সেখান থেকে বিমান বাহিনীতে প্রত্যর্পণ করা হবে তাকে। চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।

গত ৮ মার্চ বিমানবন্দরের নিরাপত্তার কথা বলে ঢাকা-লন্ডন কার্গো সার্ভিসে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এর আগে একই কারণে অস্ট্রেলিয়া কার্গো সার্ভিসে নিষেধাজ্ঞা জারি করে।

এছাড়া মার্চের মধ্যে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে বিমানের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানান।