
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনির বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এসএম আমীর হামজার পিতা আনোয়ার হোসেন সরদার (৭৮) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মহাসিন আলি। জানাজায় অংশ গ্রহণ করেন ধুলিহর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোদাচ্ছেরুল হুদা,আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান,সম্পাদক এসএম আহসান হাবিব, চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী আব্দুল গফ্ফার, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি আহম্মদ আলি বাচা, আবু ছালেক, যুগ্ম-সম্পাদক হাসান ইকবাল মামুন, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, শফিকুল ইসলাম, মাছুম বাবুলসহ মুসল্লিগণ। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সভাপতি জিএম মুজিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সম্পাদক এসএম আহসান হাবিব, গোলাম মোস্তফা, জিএম আল-ফারুক, সমীর রায়, গোপাল কুমার মন্ডল, সচ্চিদানন্দ দে, রমেশ চন্দ্র বসাক, বাহবুল হাসনাইন, আকাশ হোসেন, এস.এম রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, হাবিবুল্লাহসহ সকল সাংবাদিকবৃন্দ।