
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল এর পিতা মরহুম মোঃ লুৎফর রহমার মাষ্টার হৃদ রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯ টায় মৃত্যু বরণ করেন। (ইন্না………..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয় সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব গভীর শাক ও সমবেদনা প্রকাশ করেছেন। প্রেসক্লাব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং শোক সমÍপ্ত প্ররিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে শোক সমÍপ্ত পরিবার তাদের পিতার মৃত্যুতে যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা থেকে কেটে উঠার জন্য দোওয়া কামনা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ সহ-সভাপতি আব্দুর ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, আমিনুর রশীদ, অসীম বরণ চক্রবর্তী ।
প্রেস বিজ্ঞপ্তি