
স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত
ইয়ারুল ইসলাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামানের মেজ ফুফু তানজিলা বেগম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে——রাজেউন)। রোববার ভোর পৌনে ৫ টায় তিনি তালা উপজেলার ইসলামকাটিস্থ নিজস্ব বাসভবনে শেষ নি:শ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমা তানজিলা বেগম বেশ কয়েক বছর ধরে শারিরীক ভাবে অসুস্থ ছিলেন।
রোববার বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম স্বামী মোতাহার হোসেনের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করেন। মরহুমের বড় ছেলে কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সহসুপার, ইসলামকাটি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ জানাজার নামাজ পড়ান।
জানাজার নামাজে মরহুমার রুহের মাগফিরত কামনা করে বক্তব্য রাখেন, অধ্যাপক গোলাম ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক ভয়েস অব সাতক্ষীরা ডটকম সম্পাদক এম কামরুজ্জামান, মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ, মাওলানা মো: আতাউর রহমান, অধ্যাপক আফজালউদ্দিন, মাওলানা মো: শফিকুল ইসলাম, মাওলানা মো: আব্দুর রশিদ প্রমুখ।