
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি :
মিছ্ ফাতেমাতুজ জোহরা জুঁই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-‘১৫ তে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে পাইকগাছা উপজেলার ১২নং বিবি শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। জুঁই কপিলমুনি সিটি প্রেসক্লাবের কার্যকারী সদস্য, দৈনিক কালান্তরের সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ বদরুল আলমের কন্যা। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীব আসহায় মানুষের সেবা করতে চায়।