
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির শ্যামনগর উপজেলা শাখা গঠনার্থে সাংবাদিকদের নিয়ে মুন্সীগঞ্জের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে শনিবার (১৭.০৩.২০১৮) সকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাহফুজার রহমান তালেব। রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি একরামুল হক আসাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টে অতিরিক্ত পিপি এ্যাড. আজাহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনি, সদস্য হেলালউদ্দিন, মাহফুজার রহমান তালেব, আইযুব আলী, আক্তার হোসেন প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে মাহফুজার রহমান তালেবকে সভাপতি এবং শাহীন আলমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্রাহম লিংকন, অর্থ সম্পাদক পলাশ দেবনাথ, তথ্য, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক এস এম সাহেব আলী, প্রচার সম্পাদক নূর নবী ইমন, ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্যাহ আল মামুন (স্যার), নির্বাহী সদস্য মোঃ বিল্লাল, ওসমান গণি সোহাগ, আক্তার হোসেন (২), মারুফ বিল্লাহ রুবেল, মনির হোসাইন, আব্দুল হালিম, ফারুখ হোসেন, আব্দুল কাদের, পিযুষ বাউলিয়া, ফারুখ আহমেদ নয়ন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সরদার আমজাদ হোসেন মিঠু।
প্রেস বিজ্ঞপ্তি