
আকরামুল ইসলাম:
পৌর নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য বাসা থেকে মটরসাইকেল যোগে বের হওয়ার পর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি সড়ক দূঘটায় আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। দূর্ঘটনায় তিনি বুকে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এ দূর্ঘটনার সংবাদ শুনেই জেলা জাতীয় পার্টির সভাপতি মেয়র প্রার্থী শেখ আজহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক আনিছুর রহিম, আকরামুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান ও চিকিৎসাসেবার খোজ খবর নেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন জানান, তিনি বুকে ও হাতে আঘাত প্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে থাকার জন্য বলা হয়েছে।