
স্টাফ রিপোর্টার :
ভয়েস অব সাতক্ষীরা ডটকম সম্পাদক, এটিএন বাংলা ও দৈনিক সমকালের নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামানের পিতা মো: শাহাজাহান মল্লিক হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের ৩০৬৯ নম্বর ফ্লাইটযোগে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
মো: শাহাজাহান মল্লিক (৬৬) সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের মৃত সামছুদ্দিন মল্লিকের বড় ছেলে। একজন সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজ করছেন।
সময় সল্পতার কারণে তিনি সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খিদের বলে যেতে পারেননি। তিনি যাতে সুন্দর ও সঠিকভাবে হজব্রত পালন করে দেশে ফিরতে পারেন সেজন্য সকালের কাছে দোয়া চেয়েছেন।