
স্টাফ রিপোর্টার :
দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার ও চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জীর মাতা মলিনা রানী ব্যানার্জী(৫৫) সাতক্ষীরা বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার ডায়াগণস্টিক সেন্টারে জরায়ু নাড়িতে সমস্যার কারনে অপারেশন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডাঃ রোকেয়া গুলশান-আরা অপারেশনটি সম্পন্ন করেন। মলিনা রানী ব্যানার্জী দীর্ঘ দিন পেটের ব্যথায় ভুগছিলেন। তিনি বর্তমান বেসরকারি সংস্থা পল্লী চেতানার পুষ্টি কর্মী হিসেবে আশাশুনির খাজরা ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ডে কর্মরত আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ সাতক্ষীরার সকল সাংবাদিক বৃন্দ।