
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী এবং বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের বড় মামা বিশিষ্ট ব্যবসায়ী বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান হৃদযেন্ত্রর ক্রিয়া বন্ধ হয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। (ইন্নালিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন পুত্র ও চার কন্যা সন্তানের জনক। আজ বাদ মাগরিব শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হবে। তার পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।