
ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদান সংক্রান্ত সংবাদ সংগ্রহকালে দৈনিক কালের চিত্রের সহ-সম্পাদক ও খবরপত্রের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রবিউল ইসলামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, অর্থ-সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এম রফিক, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান, অসীম বরণ চক্রবর্তী, সেলিম রেজা মুকুল, মোশাররফ হোসেন ও এম.শাহীন গোলদার।