
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা কলেজ ছাত্রলীগের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১ টায় কলেঁ প্রাঙ্গনে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধাপরাধ মামলায় সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাসির রায় বহাল থাকায় কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ ও সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সহ- সম্পাদক শামীম হোসেন, আলমগীর হোসেন, সাব্বির, ইব্রাহীম আলী, কল্লোল, রিন, সজিদ, আরাফাত আলী, রাশেদ ও জিসান প্রমুখ। বক্তারা ফাসির রায় বহাল থাকায় আনন্দ প্রকাশের পাশাপাশি অবিলম্বে সরকারকে রায় কার্যকরের আহবান জানান।