সাগর পথে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা : ১০ জন বাংলাদেশি আটক


628 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাগর পথে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা : ১০ জন বাংলাদেশি আটক
মার্চ ২৪, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি ::
মালাক্কা মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) গতকাল মঙ্গলবার বাগানে লাইলং সেলেনঙ্গর থেকে অবৈধ অভিবাসী নৌকা আটক করেছে।​
দীর্ঘদিন মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকার পর অনেক চেষ্টা করে যখন বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথ সুগম হলো, আবারো নদী পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ​​১০ বাংলাদেশিকে আটক করলো মালয়েশিয়া কাস্টম পুলিশ, আর এতে করেই আবারো বন্ধ হয়ে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার।

বাংলাদেশ সরকারের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশকে ​​​​sourcing country মর্যাদা দেয় মালয়েশিয়া, যাতে নদীপথে অবৈধ প্রবেশ না করে বৈধ পথে মালয়েশিয়া কাজের সন্ধানে আসা যাবে,কিন্তু আবারও অবৈধভাবে মালয়েশিয়ায় নদীপথে ​
১০ জন বাংলাদেশীদের গ্রেফতার করলো মালয়েশিয়া কাস্টম পুলিশ, গতকাল রাত সাড়ে সাতটার দিকে সেরেম্বান এলাকায় অভিযান চালিয়ে ​​১০ বাংলাদেশিসহ বোনটিকে গ্রেপ্তার করা হয়, ​পরে ইউআইটি নৌকোটি আরও তদন্তের জন্য নেগ্রি সেম্বিলান / মালাক্কা এপিএমএম অফিসে হস্তান্তর করা হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যেতে পারে বলে কমিউনিটি ​ ​নেতারা অভিমত ব্যক্ত করেছেন।