
অনলাইন ডেস্ক ::
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের শীল পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের আরও দুই সদস্য।
নিহতরা হলেন— শীল পাড়ার মঞ্জু শীল (৩৫) ও তার ছেলে অমিত শীল (১২)।
এ ঘটনায় নিহত মঞ্জু শীলের দুই মেয়ে— পূর্ণিমা শীল ও প্রতিমা শীল আহত হয়েছে। এদের মধ্যে পূর্ণিমা শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, রাতে খাওয়া দাওয়ার পর দুই মেয়ে ও ছেলে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন মঞ্জু শীল। হঠাৎ ঘরে আগুন লাগলে দগ্ধ হয়ে মঞ্জু ও তার ছেলে মারা যায়। স্থানীয়রা ঘরের জানালা ভেঙে পূর্ণিমা ও প্রতিমাকে উদ্ধার করে।
তিনি জানান, ঘরের বারান্দায় মাটির চুলায় চলতো রান্নার কাজ। সন্ধ্যায় পাতা দিয়ে রান্না করার পর না নেভানো হয়নি। সেখান থেকেই রাতে ঘরে আগুন লেগে যায়। আর দরজায় আগুন লাগায় ঘর থেকে বের হতে পারেননি তারা।