
বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ’র প্রধান কার্যালয়ে সাতক্ষীরা জেলায় বিভিন্ন মটর গ্যারেজে কর্মরত শিশুদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত। বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলায় বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমজীবি শিশুদের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। আলোনায় শিক্ষা থেকে ঝরে যাওয়র বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সভায় আগামী ফেব্রুয়ারী ২০১৬ মাসে একটি সমাবেশ করার পরিকল্পনা গ্রহন করা হয় এবং এই উপলক্ষ্যে মো: আমির হোসেনকে আহবায়ক ও মো: আলফাজ হেসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।