
স্টাফ রিপোর্টার ঃ
সাতক্ষীরায় স্থানীয় সরকার শক্তিশালী করণ কার্যক্রম বিষয়ক উপজেলা ফোরাম’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ফোরামের আয়োজনে এবং (ব্র্যাক) সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষি।ঠত হয়।
উপজেলা ফোরামের সভাপতি সবুদা খাতুনের ষভাপতিত্বে পরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুল ইসলাম, স্থানীয় সরকার শক্তিশালী করণ জেলা প্রকল্পর ব্যবস্থাপক নূরুল আশেকিন।
এছাড়া বক্তব্য রাখেন লাবসা ইউপি সদস্য ফেরদৌসী আরা মিস্টি, মরিয়ন খাতুন মনি, আঁগড়দাড়ী ইউপি সদস্য আনজুয়ারা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (এফওআইবি) এস এম ফয়সাল আহমেদ।