সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন আলীর বিদায় সংবর্ধনা প্রদান


735 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন আলীর বিদায় সংবর্ধনা প্রদান
জুলাই ২০, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার  :
সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন আলী’র বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানের শুরুতে ¯^াগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র কর্মজীবন সম্পর্কে  ‘হৃদয়ে হৃদয়ে রেখেছি তোমারে … আমাদের প্রিয় মোঃ মহসীন আলী’ শীর্ষক একটি ভাজপত্র পাঠ করেন কষ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচেছর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, কষ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক হেনরী সরদার প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন আলী’র হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এনডিসি আবু সাঈদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, শিল্পী ও শিক্ষক মঞ্জুরুল হক, ফারহা দিবা খান সাথী, পল্টু বাশার, মনিরুজ্জামান ছট্রু, ছিদ্দিকুর রহমান, আব্দুর রহমান, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।