
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ বতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাত ১১টারদিকে সাতক্ষীরা শহরের বকচরের মোড় এলাকা আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মনিরুজ্জামান। সে মাগুরা জেলার সদর থানার পারনান্দনী গ্রামের মিজানুর রজব আলী মিয়ার ছেলে। অভিনব কায়দায় মটরসাইকেলের ট্যাংটির ভিতর ফেনসিডিল পাচারের সময় তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার এসআই অর্পণা বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরস্থ বকচরা মোড় হতে মটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে যাবার কালে আটক করা হয়। এসময় পুলিশ তার মটর সাইকেল তল্লাশি চালিয়ে মটর সাইকেলের তেলে টাংকির ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিলসহ ফেনসিডিল বহনে ব্যবহারকৃত মটর সাইকেল জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে।