
বিশেষ প্রতিনিধি ::
ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক সাতক্ষীরার শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামি ৩ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহন শুরু হবে। বৃহস্পতিবার শাহেদকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তার উপস্থিতিতে এই অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হল।
উল্লেখ্য, বিভিন্ন প্রতারনার অভিযোগে আইনশৃংখলা বাহিনীর গ্রেফতার এড়াতে শাহেদ করিম গত ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটার কোমরপুর এলাকার একটি খাল থেকে নৌকায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাকে বোরকা পরিহিত অবস্থায় একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এই মামলাসহ বেশ কয়েকটি মামলায় শাহেদ করিম সেইসময় থেকে গ্রেফতার রয়েছেন।