সাতক্ষীরার ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান


733 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান
মার্চ ২৫, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::

সাতক্ষীরায় আগরদাড়ি ইউনিয়নের ৩৮ নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজগারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সম্মাননা দিলে ভাল ফলাফল করতে উৎসাহ পাবে। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো বেশি মনোযোগি হতে হবে। শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদের কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক ও মেধা বিকাশে সহায়তা করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মো. আবু তাহের, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত জি.এম আব্দুস শহিদ খান চৌধুরী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ। এসময় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক রোকনুজ্জামান ডালিম।