
মাহফিজুল ইসলাম আককাজ :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন সাতক্ষীরার ঐতিহ্যবাহী সংগঠন বর্ণমালা একাডেমীর বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর সাতক্ষীরার মাজাফ্ফর গার্ডেনে বার্ষিক প্রীতি ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক পতিœ সেলিনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এ এফ এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতিœ শাহনাজ বুলবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, কন্ঠ শিল্পী আবু আফফান রোজ বাবু, বর্ণমালা একাডেমীর পরিচালক শামীমা পারভীন রতœা, সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না, ছফুরণনেছা মহিলা কলেজের প্রভাষক সেলিনা সুলতানা লিপি, পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম, শিক্ষক মঞ্জুরুল হক, আখতার হোসেন কাজল, ইমন হোসেন সজল, লিটন সহ বর্ণমালা একাডেমীর পরিবারের সদস্য ছাত্র-ছাত্রী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন। প্রীতিভোজে সকাল থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র। সবশেষে র্যাফেল ড্র বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বার্ষিক প্রীতিভোজ শেষ হয়।