
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (১২) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানা পুলিশ পৌর সদরের মুরারিকাটি গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে।
নিহত খাদিজা ওই গ্রামের মহাসিন আলীর মেয়ে। নিহতের পিতা মহাসিন আলী ও পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম যথাক্রমে জানান-খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে মাথার রোগে ভুগছিলেন। যেকারণে সে প্রায় সময় আত্নহত্যার চেষ্টা করতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে তার মেয়ে নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনা স্থান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
##