সাতক্ষীরার কলারোয় সীমান্তে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


491 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার কলারোয় সীমান্তে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
এপ্রিল ৫, ২০১৬ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গাড়াখালী মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কেড়াগাছি গ্রামের হারুন গাজীর ছেলে কায়উম গাজী (৪৫) গাড়াখালী গ্রামের শফিউল্লাহর ছেলে আলমগীর হোসেন (৩০)।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল হোসেন জানান, সকাল ১০ টার দিকে বিজিবির নায়েক সাইফুল ইসলামসহ টহলরত বিজিবি সদস্যরা কাকডাঙ্গা সীমান্তের গাড়াখালী মোড় থেকে সন্দেহজনক ভাবে দুই ব্যক্তিকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ৩০ পিচ ইয়াবা। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়।
আটককৃতরা জানান, তারা মাদক ব্যবসার সাথে জড়িত নয়। তবে নেশায় আসক্ত হয়ে তারা ইয়াবা সেবন করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির নায়েক সাইফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।##