
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিজিবি সদস্যরা সীমান্ত থেকে ৪০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। যার মুল্যে প্রায় ৮৫ হাজার টাকা।
শুক্রবার ভোরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গ্যাড়াখালি গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো জব্দ করা হয়।
কাকডাঙ্গা বিওপির হাবিলদার খালেক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী গ্যাড়াখালি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪০৮ পিচ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় কোন চোরকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
##