সাতক্ষীরার কালিগঞ্জের কৃঞ্চনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহিন নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ


512 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার কালিগঞ্জের কৃঞ্চনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহিন নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ
আগস্ট ২১, ২০১৫ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কালিগঞ্জের কৃঞ্চনগর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহিন সরদার নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।শুক্রবার রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল হতে ১ টি দেশীয় পাইপগান, ২ টি বন্দুকের কার্তুজের খোসা, ২ টি বন্দুকের তাজা গুলি ও ২ টি রামদা উদ্ধার করেছে। পুলিশের দাবি, এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ শাহিন সরদারকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্য্রে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এস আই কামাল হোসেন এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২০ আগষ্ট বেলা ২ টা ১৫ মিনিটের সময়  জেলার কালিগঞ্জ থানাধীন চাতড়ার মোড়ে কৃঞ্চনগর গ্রামের জনাতন ঘোষের ছেলে নির্মল চন্দ্র ঘোষের গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী তার নিকট থাকা ৬ লাখ টাকা জোরপূর্বক ছিনতাই করে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনগণ ও টহলরত পুলিশ ছিনতাইকারী শাহিন সরদারকে আটক করে। সে কালিগঞ্জের লক্ষিনাথপুর গ্রামের সোহেল উদ্দিন বাটুলের ছেলে। পরে তাকে ছিনতাইকৃত ৪ লাখ ৭৯ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। নির্মল ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃত আসামী শাহিন সরদারসহ তার অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানার মামলা হয়। যার নং- ২৪ তাং- ২০/০৮/২০১৫। ধারা- আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৩/৮। আটক আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ও তার সহযোগীরা কৃষ্ণনগরে অবস্থান করে থাকে। আসামী শাহিনের তথ্যের ভিত্তিতে পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে কালিগঞ্জ থানার এসআই শহিদুল্লাহ ও এসআই খায়রুল আলম সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামীসহ ২১ আগষ্ট রাত অনুমান ১ টা ৩৫ মিনিটের সময় কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর গ্রামের এজাহার আলীর ছেলে মুনছুর আলীর বাড়ির পূর্ব পাশের্^ কালিগঞ্জ-কৃষ্ণনগর পাকা রাস্তার উপর পৌঁছামাত্র সেখানে অবস্থানরত  আসামী শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আসামীরা পালিয়ে যায়। তবে আসামীদের ছোড়া গুলিতে আটক শাহিন সরদার দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে এবং আসামীদের নিক্ষিপ্ত বোমার আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল হতে ১ টি দেশীয় পাইপগান, ২ টি বন্দুকের কার্তুজের খোসা, ২টি বন্দুকের তাজা গুলি ও ২ টি টি রামদা উদ্ধার করে। আহত আসামী শাহিন তরফদার ও ০৩ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরবর্তীতে আসামী শাহিন সরদারকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আসামী সিদ্দিক তরফদার বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।