
আসাদুজ্জামান :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ভূট্রো (৩৫) নামের এক ঘের ব্যবসায়ীকে অপহরনের অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের আনোয়ার সরদারের ছেলে। শনিবার গভীর রাতে অপহরনের এ ঘটনাটি ঘটেছে।
কালিগঞ্জ থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, ঘটনা শুনার পর তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপরে থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে, পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
অপহৃতের পিতা আনোয়ার সরদার জানান, গ্রামের পাশেই বকরবিলে তার ছেলে ভূট্রো’র মৎস্য ঘের ছিল। প্রতিদিন রাতে সে ঘেরে ঘুমাতো। শনিবার রাতে ঘেরে যাওয়ার পথে কাদিপাড়া কালভার্ট এলাকায় তিন/ চারটা মটরসাইকেলে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত তাকে অপহরন করে নিয়ে যায়। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা তিনি নিশ্চত করে বলতে পারেননি।