
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ইব্রাহীম খলিল :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোকছেদ গাজী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকছেদ গাজী শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের রব্বানী গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী একটি বাস ভাড়াশিমলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। তার মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।