
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
সাতক্ষীরার কালিগঞ্জে হেলিকপ্টরে চড়ে রাজকীয় কায়দায় বিয়ে করতে আসেন ঢাকার হাইকোর্টের এ্যাডভোকেট তরিকুল ইসলাম। কালিগঞ্জ উপজেলা হিজলা চন্ডীপুর গ্রামে তার বাড়ি। শুক্রবার বেলা ২ টার দিকে কালিগঞ্জের আকাশে হঠাৎ করে সাদা রঙের একটি হেলিকপ্টর চক্কর দিতে থাকে। পরে হেলিকপ্টরটি ধীরে ধীরে কালিগঞ্জের সামাদ ম্মৃতি ফুটবল মাঠে নেমে আসলে স্থানীয় শত শত মানুষ সেখানে ছুটে যান। অসংখ্যক দর্শনার্থী দেখার জন্য ভিড় জমায়।
বরের বন্ধুরা জানায়, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের হিজলা চন্ডীপুর গ্রামের ফজর আলীর পুত্র এ্যাডভোকেট তরিকুল ইসলাম ঢাকার হাইকোর্টে প্রাকটিস করেন। শুক্রবার দুপুরে হেলিকপ্টার যোগে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের হাকিম মোল্লার কন্যা হাফিজা সুলতানা হীরার সাথে বিয়ে করার জন্য তিনি আসেন। হেলিকপ্টরটি বেলা ২ টায় কালিগঞ্জ সামাদ স্মৃতি মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে বর বেশে এ্যাডভোকেট তরিকুল ইসলাম মাইক্রো ও প্রাইভেটকার যোগে বরযাত্রী নিয়ে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে কন্যার বাড়ীতে যান। বিবাহ কার্যক্রম সম্পন্ন করার পর সন্ধ্যার আগে হেলিকপ্টারে বৌ নিয়ে ঢাকায় রওনা হন। হেলিকপ্টরে রাজকীয় বিয়ের এই ঘটনা কালিগঞ্জে সাড়া জেগেছে।