
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মাত্র ১২০ টাকার জন্য এক মুদি ব্যবসায়ী খুন হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পাওনাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মুদি ব্যবসায়ির নাম হযরত আলি(৬৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে।
গ্রেপ্তারকুত পাওনাদার আবদুস সাত্তার(৪০)। তার বাড়ি একই উপজেলার আবাদের হাট গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদ শেখ ঘটনার সত্যতা স্বীকার করে ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাজিপুর গ্রামের বৃদ্ধ হযরত আলির বাড়িতে রয়েছে একটি ছোট মুদি দোকান । অপরদিকে আবাদেরহাটের আবদুস সাত্তারেরও ঝাউডাঙ্গা বাজারে পিয়াজ রসুন বেচাকেনা করে। পেঁয়াজ কেনা বেচায় বাকি নেওয়ায় হযরত আলির কাছে আবদুস সাত্তার ১২০ টাকা পান । পাওনা টাকা নির্দিষ্ট দিনে ব্যর্থ হওয়ায় দোকানি সাত্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন।
শুক্রবার দুপুরে বাজারে এলে তিনি হযরতের কাছে পাওনা টাকা চান। কিন্তু হযরত তা দিতে অস্বীকৃতি জানালে তার জামার কলার ধরে টান মারেন সাত্তার । এতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। এর কিছুক্ষনের মধ্যে মারা যান হযরত আলি।
স্থানীয়রা সাত্তারকে ধরে পুলিশে সোপর্দ করেন। নিহতের স্ত্রী জানান, তার স্বামী হজরত আলি অসুস্থ ছিল। সামান্য কথাকাটাকাটি করতে যেয়ে তার স্বামী মারা গেছেন।