সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন


166 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন
অক্টোবর ১৮, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের সকল শিক্ষক, র্শিক্ষার্থী ও বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ডিবি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মাদ হোসেন মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক সদস্য ইলিয়াস হোসেন, নূরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, আকলিমা খাতুন, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, জয়দেব কুমার বাছাড়।
আলোচনা শেষে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে দুটি ফলজ বৃক্ষরোপন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো: আলাউদ্দিনসহ অতিথিবৃন্দ।

#