
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা ও ডেইয়ের বিলের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ডেইয়ের বিলে চিংড়ি চাষের ফলে সৃষ্ট জলবদ্ধ এলাকা পরিদর্শনে যান। তিনি এলাকা পরিদর্শন শেষে মাছখোলা বাজারে স্থানীয় লোকজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের অসুবিধা করে কোন কিছুই করা যাবে না। এলাকার মানুষ যাতে জলবদ্ধতার হাত থেকে রক্ষা পায় সেজন্য যা যা করণীয় তাই করা হবে।
জলাবদ্ধতার কারণ, সমস্যা ও সমাধান নিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত শাহ আব্দুর সাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা প্রমুখ।