
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ উন্নতমানের ভারতীয় ৯৯ বোতল দামী মদ উদ্ধার করেছে। শুক্রবার সকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা তলুইগাছা ক্যাম্পের কমান্ডার হায়দার আলী ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, একদল চোকারবারি ভারত থেকে দামী মদ নিয়ে তলুইগাছা সীমান্তের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে আমদানী নিষিদ্ধ ৯৯ বোতল মদ উদ্ধার করে । চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের মুল্য দেড় লাখ টাকা। মদের মধ্যে রয়েছে ৫০ বোতল কিং-কন ও ৪৯ বোতল এম-বস মদ রয়েছে।