
কামরুজ্জামান মোড়ল :
সাতক্ষীরা তালা উপজেলার সুমজদিপুর গ্রামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার ভোরে ঘরের ভিতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম তারিনা আক্তার কণা (১৪)। সে তালার সুমজদিপুর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।
মেয়েটি তালার সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে।
তালা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনা নিশ্চিত করে ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে ওড়না সাহায্যে গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। বাবা-মার পড়া-লেখা নিয়ে একটু বকাবকি করে। এতে অভিমান করে মেয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র আরও জানায়, নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
নিহতের পিতা জানান, রোববার রাতে তাকে একটু বকাবকি করা হয় পড়া-লেখা নিয়ে। রাতে প্রতিদিনের ন্যায় সে ঘুমাতে যায়। সোমবার সকালে কোন সাড়াশব্দ না পেয়ে তার মা ঘরের ভিতর যেয়ে দেখে সে শ্বাসরোধ করে আত্মহত্যা করেছে।