সাতক্ষীরার তালায় ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি আটক


537 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার তালায় ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি আটক
জুন ২৪, ২০১৫ Uncategorized তালা
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি :
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার দুপুর ৩টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১১ শিশুসহ ১৩ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলায়।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।