
স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতি থেকে নিখোঁজ এক বাংলাদেশী গরু রাখালের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার টাউনশ্রীপুর স্লুইচগেট এলাকায় ইছামতি নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আলী বাদশা। তিনি দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাবর আলীর ছেলে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, আলী বাদশা গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তার মৃতদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে তার পরিবারের অভিযোগ, আলী বাদশাকে ধরে নির্যাতনের পর ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। এর পর তার মৃত্যু হয়।