
আসাদুজ্জামান ::
সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এই সময়ে বিদ্যালয়ের কর্মকান্ড পরিচালনার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টের রিট পিটিশনের এক রায়ের আদেশে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক গাজী মনিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যার স্মারক নং-বিঅ ৬/৫০৪৪/২২৪৩(১-৮), তারিখ- ৮/৫/২০১৮ ।
জানা যায়, সম্প্রতি ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে তড়িঘড়ি করে সাধারণ নির্বাচন না দিয়ে চুপিসারে অভিভাবকদের মতামত উপেক্ষা করে একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এই ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য ও গোবিন্দপুর গ্রামের জাহারুল ইসলামের স্ত্রী আরজিনা খাতুন হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা দায়ের করেন। যার রিট পিটিশন নং-৪৭৩৩/১৮। এই মামলায় গত ইং ২২/০৪/১৮ তারিখে হাইকোর্ট এক রায়ের আদেশে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি ১০/০৪/২০১৮ খ্রি. তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য স্থগিত করা হয়।
এই রায়ের আদেশে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকান্ড পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক গাজী মনিবুর রহমান এর মাধ্যমে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।
এদিকে, রিট পিটিশন মামলার বাদী আরজিনা খাতুনকে মারধর, গালি-গালাজ, অপমান ও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেওয়ায় ৪ জনের নামে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে। জি,ডি,নং-২১৪, তাং-০৪/০৫/২০১৮ ইং। উক্ত জি,ডিতে যাদের নাম দেয়া হয়েছে তারা হলেন, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্থগিতকৃত ম্যানেজিং কমিটির সভাপতি ও জাহানাবাজ গ্রামের শেখ সাহমত আলীর পুত্র শেখ আব্দুর রশিদ, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত মানিক উদ্দীন সানার পুত্র মিজানুর রহমান (বাবু সানা), গোবিন্দপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের দুই পুত্র আছাফুর রহমান ও মশিউর রহমান।
এ ব্যাপারে জানার জন্য স্থগিত হওয়া ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের ব্যবহৃত ০১৭২০-৫২৪৮৯৮ মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। ##