সাতক্ষীরার নুনগোলা এন,বি,বি,কে মাদ্রাসায় আলোচনা সভা


566 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার নুনগোলা এন,বি,বি,কে মাদ্রাসায় আলোচনা সভা
মার্চ ২৭, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

রাহাত রাজা ::
মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের নুনগোলা এন,বি,বি,কে আল মদিনা দাখিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি বাবু নীলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আছাদুজ্জামান
( বাবু )।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,মোঃ শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক বাবু গনেশ চন্দ্র মন্ডল,কৃষি ও সমবায় বিষক সম্পাদক শেখ মনিরুল হোসেন ( মাসুদ ),সেচ্ছাসেবকলীগের ব্রক্ষরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আবু বকর সিদ্দিক,

এ সময় প্রধান অুতিথি বলেন, দেশে এখন যে উন্নয়নের জোয়ার বয়ছে বিগত কোন সরকার করতে পারেনি, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাাচনে আবারও আপনাদের কে নৌকায় ভোট দিতে হবে এবং প্রধান মন্ত্রীর হাতকে আরও শক্তিশালি করতে হবে।
##