
মো: কামরুজ্জামান/মাহাফুজুর রহমান মধু পাটকেরঘাটা :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে ফাতেমা খাতুন (৫৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। তিনি পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহাজাহান মোড়লের স্ত্রী বলে জানাগেছে। সোমবার দুপুর ১২ টার দিকে রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহন ফাতেমা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফাতেমা খাতুন রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।