
আবু ছালেক ::
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ইউনিয়ন পর্যায়ে দু’দিনব্যাপি আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ফিংড়ী ইউনিয়ন প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে রবিবার শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস.এম মফিজুল ইসলাম, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ সবুর, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, সু্লতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস বসু, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা খাতুন, ফয়জুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন মজুমদার প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.আর.এম হুমায়ূন কবির রানা। শেষে প্রধান অতিথি নজরুল ইসলাম ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার তুলেন দেন।