
আব্দুর রহিম ::
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের বাঁশদহ বাজারকে সৌর বিদ্যুতের ষ্ট্রীটলাইট স্থাপন করে বাজার আলোকিত করা হয়েছে। শুক্রবার রাতে বাঁশদহ বাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত টিআর, কাবিটা কর্মসুচির আওতায় ’প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুৎ’ সেই আলোকে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র ঐকান্তিক প্রচেষ্টায় বাঁশদহ বাজারে সৌর বিদ্যুতের ষ্ট্রীটলাইট স্থাপন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বাজারে সোলার বিতরণ ও ষ্ট্রিটলাইটের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সাংসদ রবি প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে সৌর বিদ্যুতের ষ্ট্রীটলাইট উদ্বোধন করেন। এসময় এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের গ্রামাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামের মানুষের জীবন মান উন্নয়নে কৃষি, শিক্ষা, রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ব্রিজ-কালভার্ট, কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও বিদ্যুৎসহ সকল সেক্টরে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সদর উপজেলার ১৪টি ও পৌরসভায় ২০১৮ সালের জুন মাসের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। নতুন বিদ্যুৎ সংযোগ নিতে এখন বিদ্যুৎ অফিসে যাওয়া লাগেনা, বিদ্যুতের লোক সংযোগ দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে। চলতি বছরেই সদর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ন বাজারগুলোতে ষ্ট্রীটলাইট স্থাপন ও সোলার বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হবে।’ আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎনাসা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ।
###