
আসাদুজ্জামান ও ইব্রাহিম খলিল :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক এলাকা থেকে সরলা দাশ (৫৭) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সরলা দাশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফনি ভুষণের স্ত্রী বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, সরলা দাশ বিনেরপতোয় এলাকায় তার মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ইঞ্জিনভ্যানে তুলে দেয় তার জামাই। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে তার মরদেহ বিনেরপোতা এলাকায় সড়কের পাশের একটি ঘেরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।