
ইব্রাহিম খলিল ও রাহাত রাজা :
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় পরিতোষ ঘোষ (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকের সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতার বিসিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পরিতোষ ঘোষ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ঝড়গাছা গ্রামের নৃপেন ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে পরিতোষ ঘোষ বাইসাইকেলযোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিনেরপোতার বিসিক এলাকায় পৌছালে একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।##