
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্র (বারি)’র সরকারি পুকুরে অবৈধ ভাবে মাছের পোনা ছেড়েছেন একটি প্রভাবশালী মহল। রবিবার বেলা ১২টার দিকে ৩টি পাওয়ারটিলার যোগে বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের নিজস্ব ৬ বিঘা আয়তনের পুকুরে ওই প্রভাবশালীরা মাছেরপোনা ছাড়ে। বিষয়টি নিয়ে কোন অভিযোগ না করার জন্য বারি কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিয়েছে তারা। বারির কর্মকর্তা এ ব্যাপারে বাধা দিলে তাকে চিহ্নিত ওই মহলটি ধাক্কা মেরে তাকে লাঞ্ছিত করা হয়েছে।
জানাগেছে, সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের একাটি পুকুর গত ২/৩ বছর পূর্বে লাবসা ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল লিজ নিয়ে মাছ চাষ করতেন। গত বছর থেকে কৃষি গবেষণা কেন্দ্র ঢাকা জয়দেবপুর গাজিপুর কর্র্তৃক পুকুর লিজ দেওয়া বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। তার পর থেকে বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ ওই পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতের মাছের পোনা ছেড়ে, মাছ চাষ করে আসছেন। গত বুধবার লাবসা ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল গবেষণা কেন্দ্রের পুকুরটি পুনরায় লিজ নিতে ওই গবেষণা কেন্দ্রে যান। গবেষণা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা বিশ্বনাথ মন্ডলকে জানিয়ে দেন চলতি বছর থেকে পুকুরটি লিজ দেওয়ার বিধান নাই। কিন্তু রবিবার বেলা ১২টার দিকে তিনটি পাওয়ারটিলার যোগে হাড়িতে করে ২০কেজি পরিমান মাছেরপোনা নিয়ে বিনেপোতা গ্রামের হামজার আলীর ছেলে হারুণ উর রশিদের নেতৃত্বে বিনেপোতার মৃত জুগোল ঢালীর ছেলে গবিন্দ ঢালী, মৃত যতিন মন্ডলের ছেলে পূর্ণ মন্ডল, মৃত অমূল্য মন্ডলের ছেলে মঙ্গল মন্ডল, রবীণ মন্ডলের ছেলে প্রবীর মন্ডল এবং মৃত কেষ্ট মন্ডলের ছেলে পরিতোষ মন্ডলসহ ১০/১২জন স্থানীয় ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডলের দখলে রাখতে বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের পুকুরে মাছেরপোনা ছাড়তে থাকে। এসময় গবেষণা কেন্দ্রের কর্মকর্তা সৈয়দ রফিকুল ইসলাম পুকুরে মাছেরপোন ছাড়তে বাধা দেয়। প্রভাবশালী ওই মহল রফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে জোর পূর্বক অবৈধ ভাবে পুকুরে মাছেরপোনা ছেড়ে দিয়ে চলে যায়। বিষয়টি কাউকে না বরার জন্যও ওই কর্মকর্তাকে সাফ জানিয়ে দিয়েছে প্রভাবশালী মহলটি। বিষয়টি ওই কর্মকর্তা তার উদ্ধর্তন মহলকে অবহিত করেছেন বলে ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানিয়েছেন।