সাতক্ষীরার বিপরীতে ভারতের দুধলিতে বাংলাদেশি গরু রাখালকে কুপিয়েছে ভারতীয়রা


459 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার বিপরীতে ভারতের দুধলিতে বাংলাদেশি গরু রাখালকে কুপিয়েছে ভারতীয়রা
মার্চ ২৬, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

 

শেখ আরিফুল ইসলাম আশা: অবৈধভাবে ভারতে গরু আনতে যাওয়ায় সাতক্ষীরা সীমান্তে একজন গরু রাখালকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ভারতীয়রা। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবকের নাম রাজু আহমেদ (২৮)। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামে তার বাড়ি।
হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান শনিবার তিনি গরু আনতে ভারতে গিয়েছিলেন। রোববার সন্ধ্যায় ফেরার পথে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুধলি এলাকার গ্রামবাসী তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তিনি জানান গরু আনার পথে ভারতীয়দের ধান নষ্ট করায় তারা তাকে মারপিট করে। মারধরের পর ভারতীয়রা তাকে সীমান্তের জিরো পয়েন্টে রেখে যায়। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে আসে বলে জানান তিনি।
রাজু আহমেদ পুলিশ ও বিজিবির ভয়ে সাতক্ষীরা হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হিসাবে ভর্তি হয়েছেন। তবে ডাক্তাররা বলছেন তার দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুশখালি বিজিবি বিওপির সুবেদার আতাহার আলি বলেন তিনি ঘটনাটি শুনেছেন। তাছাড়া স্থানীয় চেয়ারম্যানও তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন ‘আমরা অবৈধভাবে ভারতে গরু আনতে যেতে বার বার নিষেধ করে আসছি। তা সত্ত্বেও কিছু রাখাল চোরাপথ ধরে ভারতে যেয়ে থাকে’। তিনি বলেন তার দায়িত্ব বিজিবি নিতে পারেনা। ——-
##