
আব্দুর রহিম :
‘শেখ হাসিনার অবদান উন্নয়নশীল দেশে যোগদান, শেখ হাসিনার অবদান প্রান্তিক জনগণের কল্যান, শেখ হাসিনার হাত ধরি উন্নয়নশীল দেশ গড়ি, স্বল্পোন্নয়নের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের (এল.ডি.সি) স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনের মহাসড়কের দু’ধারে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ঘন্টাব্যাপি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন, সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মোস্তাফিজুর রহমান, গাজী মোমিন উদ্দিন, জোবায়ের আলম, আব্দুর রউফসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মুক্ত আকাশে বেলুন উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
####
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি
আব্দুর রহিম : ‘শেখ হাসিনার হাত ধরি উন্নয়নশীল দেশ গড়ি, স্বল্পোন্নয়নের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এল.ডি.সি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদ্যাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটাল বিভাগীয় প্রধান এবিএম ছিদ্দিকী, আর.এসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান ও রেজিষ্ট্রার মো. হেলালে হায়দার প্রমুখ। আনন্দ শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক ইন্সটিটিউটে মিলিত হয়। আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচিতে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
###
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আনন্দ সমাবেশ
আব্দুর রহিম : ‘শেখ হাসিনার হাত ধরি উন্নয়নশীল দেশ গড়ি, স্বল্পোন্নয়নের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের (এল.ডি.সি) স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনের মহাসড়কের দু’ধারে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ঘন্টাব্যাপি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে¥ হাবিবা, সহকারি শিক্ষক আনিছুর রহমান, আবু সাঈদ, রবিউল ইসলাম, অনিমেষ হরি, মমতাজ হোসেন, সোহেরী সুলতানা, রীণা রাণী নন্দী ও আসাদুজ্জামানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মুক্ত আকাশে বেলুন উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
###
ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে অনুষ্ঠিত হলো উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আনান্দ উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মোঃ ফয়জুল হক বাবু
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে ২২ মার্চ সকাল ০৮টায় সারা দেশের সাথে একযোগে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আনান্দ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও একই সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় সংগীত শেষে আনান্দ র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশের অভাবনীয় সাফল্যে জন্য বিদ্যালয়েল মোহাম্মদ হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, মোঃ মোহসিন উদ্দীন, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আবুল হাসান, মোঃ ফয়জুল হক, রমেশ চন্দ্র সরদার, মোঃ মুকুল হোসেন, রেহেনা পারভীনসহ সকল শিক্ষক কর্মচারী এবং বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন।
অনুষ্ঠানে সকল বক্তারা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ আমাদের জন্য একটা বিরাট অর্জন।
সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান বলেন, ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে গেছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম ঊঠল। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়- মধ্য আয়ের দেশ। বাংলাদেশের এই অর্জনের রূপকার বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন ‘জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা, সেই পথেই আমরা আরো একধাপ এগিয়েছি শুধু মাত্র বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক পরিশ্রমের ফলে।
আলোচনা শেষে ৯টায় প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান শান্তির প্রতিক কবুতর উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।#